বিডিআর হত্যাযজ্ঞ তদন্তে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক অপসারণের জন্য সরকারকে নোটিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম থাকায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে সরকারের কাছে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশ পাঠান।
নোটিশ প্রেরণ করা আইনজীবীরা হলেন—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যদি বাহারুল আলমকে অপসারণ করা না হয়, তবে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।