বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না: রিজওয়ানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োজিত করা হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কোনো সদস্য পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করে সরকার। এ ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফ গ্রহণ করে। মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ার পর থেকেই লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তাকেও এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে কিনা—এ নিয়ে আলোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “গেজেট অনুযায়ী খালেদা জিয়া সুযোগ-সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।”

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা এগারো দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top