পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা অপেক্ষা করছি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১০
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত "পরীক্ষা-নিরীক্ষা" করছে। তিনি বলেন, "তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক, আমরা অপেক্ষা করছি। তবে সর্বোচ্চ বিচারিক আদালত তাকে সাজা দিয়েছে। এর আগেও আমরা তার প্রত্যাবর্তন চেয়েছি, কিন্তু ইতিবাচক সাড়া পাইনি।"
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, "আজ খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না টেকনিক্যাল প্রবলেমের কারণে। বিমানটির ত্রুটির কারণে এক-দুইদিন দেরি হতে পারে। তবে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।"
সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, "সব ধরনের সংস্কার কার্যক্রম আমরা শেষ করতে পারবো না। তবে আমরা শুরু করে দিয়েছি এবং আশা করি, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।