শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ: বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্থগিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা স্থগিত করেছে। দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ‘ফিন্যান্সিয়াল টাইমস’।

যুক্তরাজ্যের অন্তত ৯টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ‘উচ্চ ঝুঁকির’ দেশ থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে।

প্রধান পরিবর্তনগুলো:

  • ইউনিভার্সিটি অব চেস্টার: পাকিস্তান থেকে সব শিক্ষার্থীর ভর্তি আগামী বছরের শরৎকাল পর্যন্ত স্থগিত।

  • ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন: পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতক শিক্ষার্থীর আবেদন গ্রহণ বন্ধ।

  • ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন: পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত।

  • লন্ডন মেট্রোপলিটন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, হার্টফোর্ডশায়ার ও অন্যান্য প্রতিষ্ঠান: বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীর ক্ষেত্রে ভর্তি সীমিত বা স্থগিত।

অনেকে সরাসরি নিষেধাজ্ঞার মুখোমুখি না হলেও, বাস্তবে শিক্ষার্থীরা ভর্তির নিশ্চয়তাপত্র (CAS লেটার) পাচ্ছেন না বা আবেদনই বন্ধ। লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় জানায়, তাদের যেসব শিক্ষার্থীর ভিসা নাকচ হয়েছে, তার ৬০ শতাংশই বাংলাদেশি।

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সম্প্রতি সতর্ক করেছেন, ভিসা ব্যবস্থাকে ‘স্থায়ী হওয়ার পেছনের দরজা’ হিসেবে ব্যবহার করা যাবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top