খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছল; যাত্রা নির্ভর করছে বোর্ডের ওপর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পিছিয়ে গেল। তাঁর শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক থাকায় সমস্ত মনোযোগ এখন চিকিৎসকদের সিদ্ধান্তের দিকে।
শুক্রবার ভোরে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারেনি। পরে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, যা আজ, শনিবার দিনের যেকোনো সময় ঢাকায় পৌঁছানোর কথা।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে দেবে মেডিকেল বোর্ড। তাঁর ব্যক্তিগত চিকিৎসক নিশ্চিত করেছেন, শুক্রবার এন্ডোস্কোপি সম্পন্ন হওয়ার পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি হাসপাতালে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নেন এবং বর্তমানে মেডিকেল বোর্ডের সঙ্গে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা বলছেন, ১৩ ঘণ্টার বিমানযাত্রা তাঁর জন্য কতটা নিরাপদ, তা সম্পূর্ণভাবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার দিনের প্রথম ভাগে তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে। সমস্ত জাতি তাকিয়ে আছে আজকের রাতের সিদ্ধান্তের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।