দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন। তিনি কতদিন ভারতে থাকবেন, সে সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের।
তিনি বলেন, যে পরিস্থিতির কারণে হাসিনা ভারতে এসেছেন, সেই পরিস্থিতিই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। অর্থাৎ, এখন তার ভাগ্য কী হবে, তা তাকেই মনস্থির করে নিতে হবে।
বাংলাদেশের রাজনৈতিক অতীত টেনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের নির্বাচন নিয়ে আপত্তি ছিল। তিনি মনে করেন, যদি নির্বাচনই মূল সমস্যা হয়, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এখন দিল্লিতে তাঁর অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সেদিকেই সবার নজর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।