শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

সংগৃহীত

শাশুড়ি বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর তিনি বাবার বাড়িতে যাওয়ার আগে-পরে হাসপাতালে কয়েকবার এসেছেন। তিনি মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, কাতারের রয়্যাল কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো: মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। চিকিৎসকরা জানাচ্ছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেনি, তাই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে।

গত দুই দিনের একাধিক মেডিকেল বোর্ডের বৈঠকের পর বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছুই এখন চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top