খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব, মেডিক্যাল বোর্ড আশাবাদী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা সাময়িকভাবে পিছিয়েছে।
মেডিক্যাল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও, দীর্ঘ বিমানযাত্রার জন্য তিনি এখনও সক্ষম নন। বোর্ডের সদস্যরা আশাবাদী, তবে কখন ট্রাভেল করা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।
কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ফ্লাইটটির শিডিউল অনুমোদন করেছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষও প্রস্তুত। তবে সবকিছু নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন নিশ্চিত করেছেন, কারিগরি ত্রুটির পাশাপাশি বোর্ডের সিদ্ধান্তেই যাত্রা বিলম্বিত হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সার্বক্ষণিক বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন। মেডিক্যাল বোর্ড আশা করছে, আল্লাহর রহমতে তিনি এবারও সুস্থ হয়ে উঠবেন এবং যখনই তিনি ফ্লাই করার জন্য উপযুক্ত হবেন, তখনই তাকে বিদেশে নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।