নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তি নিয়ে উদ্বেগ, যুক্ত হচ্ছেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে বড় ঝাঁকুনি! ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের পথে নেটফ্লিক্স। এই চুক্তির ফলে হ্যারি পটার ও গেম অব থ্রোনসের মতো জনপ্রিয় সিরিজ চলে আসতে পারে নেটফ্লিক্স প্ল্যাটফর্মে।
তবে এই বিশাল চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, নেটফ্লিক্সের বাজারে যে বিশাল দখল, এই একীভবন তা আরও বাড়িয়ে তুলবে।
ট্রাম্পের মতে, এই অধিগ্রহণের ফলে বাজারে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন হতে পারে। তিনি জানান, চুক্তিটি অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় তিনি নিজেও যুক্ত থাকবেন।
অন্যদিকে, বিনোদন অঙ্গনের বড় অংশ থেকেও এসেছে তীব্র সমালোচনা। রাইটার্স গিল্ড অব আমেরিকা চুক্তিটি বাতিলের আহ্বান জানিয়ে বলেছে—এই একীভবন কর্মসংস্থান ও মজুরি কমিয়ে দেবে এবং দর্শকদের জন্য দাম বাড়াবে।
যদিও নেটফ্লিক্সের সহ–প্রধান নির্বাহী টেড সার্যান্ডোস এটিকে ভবিষ্যতের দশকগুলোতে নেটফ্লিক্সকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন। বিশ্বের সবচেয়ে বড় এই অধিগ্রহণ কার্যকর হওয়ার জন্য এখন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে সরকার।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।