সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচন: ৮১ দেশি পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি।

গত ২৮ সেপ্টেম্বর, প্রাথমিকভাবে ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তির পরই এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।

ইসি জানিয়েছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে নীতিমালা অনুযায়ী।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে এই প্রথা শুরু হলে ১৩৮টি সংস্থা নিবন্ধন পায়। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থা ভোট পর্যবেক্ষণ করেছিল। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে এই ৮১টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top