মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসলেন আরও ৩১ বাংলাদেশি, ৬০ ঘণ্টা শিকলে বাঁধা ছিলেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে ৩১ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাকের মাধ্যমে তাদের পরিবহন ও জরুরি সহায়তা প্রদান করা হয়।

ফেরত আসা কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।

তাদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ৬০ ঘণ্টা ধরে হাতে হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে দেশে আনা হয়। ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের শেকল মুক্ত করা হয়। চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো মোট ২২৬ জনের বেশিরভাগকেও একই প্রক্রিয়ায় হ্যান্ডকাফ ও শেকল পরানো হয়েছে।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, “প্রত্যাবাসনের এই প্রক্রিয়াকে অমানবিক বলা যায়। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানো স্বাভাবিক হলেও ঘণ্টার পর ঘণ্টা শিকলে রাখার ঘটনা অযৌক্তিক।”

তিনি আরও জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে অন্তত সাতজন ব্রাজিলে কাজের অনুমতি নিয়ে গিয়েছিলেন, এরপর অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

শরিফুল হাসান এই ধরনের অবৈধ প্রক্রিয়ায় জড়িত এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর আগে সরকারকে সতর্ক থাকতে হবে।

এ বছরের আগেও ২৮ নভেম্বর ৩৯ জন ও ৮ জুন ৪২ জন বাংলাদেশি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানো হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top