ওমর সানী বনাম আসিফ আকবর! চেয়ারের গরম থেকে 'নারী-শাসিত' ব্যক্তিগত যুদ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯
জনপ্রিয় নায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবর—এই দুই তারকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে হঠাৎই ফাটল! শুরুটা হয়েছিল আসিফ আকবরের ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব পাওয়ার পর ফুটবল নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে।
নতুন ভূমিকায় আসিফ বলেছিলেন, ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না, তারা উইকেট ভেঙে ফেলে। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বাফুফে এটিকে 'অশোভন' আখ্যা দেয়।
এরপরই নীরবতা ভেঙে ওমর সানী সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান, এসব চেয়ারের দোষ, ক্ষমতার। ইঙ্গিতে তিনি আসিফের ক্ষমতার অবস্থানকেই দায়ী করেন। তবে বিতর্ক নতুন মোড় নেয় এক পডকাস্টে, যেখানে আসিফ সরাসরি সানীকে সহজ-সরল, চাপ বিক্রি করা মানুষ এবং নারী-শাসিত পুরুষ বলে ব্যক্তিগত আক্রমণ করেন।
জবাবে সোমবার সকালে এক ভিডিও বার্তা দেন ওমর সানী। তিনি বলেন, আমি চেয়ারের গরম বলেছিলাম, তোর নোংরা জীবন নিয়ে কথা বলিনি। তুই মৌসুমীকে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়!
ক্ষুব্ধ সানী চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, 'হাতটা দেখছোস? সাহস থাকলে আমার সামনে আয়! তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার আর মৌসুমীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি?' সবশেষে আসিফকে 'ভালো হ, ভদ্র হ' বলে পরামর্শও দেন তিনি। ফুটবল নিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখন দুই তারকার ব্যক্তিগত 'শব্দযুদ্ধে' রূপ নিয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে!
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।