মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

৪ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

সংগৃহীত

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের এই অগ্রদূতের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের মতো এবারও চারজন বিশিষ্ট নারীকে ভূষিত করা হলো রোকেয়া পদকে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।

এবার যারা পদক পেলেন: নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণের ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হলো তাদের। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। দেশের নারী সমাজের অগ্রগতির প্রতীক এই চার নারী পেলেন বিশেষ স্বীকৃতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top