দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ–কালেই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বমুহূর্তে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি—উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার যেকোনো সময় ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। আর এই সময়সীমার মধ্যেই দুই উপদেষ্টার পদত্যাগ ও রাজনৈতিক গন্তব্য নিয়ে জোরালো আলোচনা চলছে।
স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বা কাল তার পদ থেকে সরে দাঁড়াবেন—এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্ররা। একই সঙ্গে ঢাকা-১০ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। এরই মধ্যে তিনি এই আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করে নির্বাচনী প্রচারে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আজ বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকায় জোরালো হয়েছে ধারণা—সেখান থেকেই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন দুই ছাত্র উপদেষ্টা—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে তুঙ্গে। এনসিপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি মাহফুজ আলমের বাসায় এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে। সেখানে দলে যুক্ত হলে সম্ভাব্য পদ-পদবি, নির্বাচন, পদত্যাগসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সূত্রগুলো বলছে, দুই উপদেষ্টাই দলে উচ্চপর্যায়ের পদ চান এবং এনসিপিও তাদের জন্য সম্মানজনক পদ তৈরির বিষয়ে ভাবছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছে। তাই স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা বিএনপি, গণঅধিকারসহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনা খোলা রেখেছেন আসিফ। পদত্যাগের পর নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে তিনি অন্তত এক মাস সময় নিতে পারেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মাহফুজ আলম এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেননি। সূত্র বলছে, তিনি পদত্যাগের চেয়ে উপদেষ্টা পরিষদেই থাকতে চান। নির্বাচন করবেন কি না সেটিও অনিশ্চিত। তবে আজ বা কালকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন ওঠে আগে, তবে বিএনপি ইতোমধ্যে এ আসনে নিজস্ব প্রার্থী ঘোষণায় তার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।
এনসিপির একটি নেতৃত্বস্থানীয় সূত্র নিশ্চিত করেছে—আজ প্রকাশ হতে যাওয়া প্রথম ধাপের প্রার্থী তালিকায় দুই ছাত্র উপদেষ্টার কেউই থাকছেন না। তবে আলোচনা ইতিবাচক হলে চূড়ান্ত তালিকায় তাদের নাম যুক্ত হতে পারে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন—আসিফ মাহমুদ চাইলে তাকে দলে স্বাগত জানানো হবে। তবে সেটি সম্পূর্ণ আসিফের ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।