ঢাকায় গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১
রাজধানীর গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতি ও প্রতিবাদের চেতনাকে ধারণ করে এ নামকরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ডিপ্লোমেটিক জোনের এই সড়কটি এখন থেকে ‘ফেলানী এভিনিউ’ নামে পরিচিত হবে, যা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হতভাগ্য কিশোরী ফেলানীর প্রতি একটি প্রতীকী শ্রদ্ধা।
এর আগে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সীমান্ত হত্যার প্রতিবাদে কর্মী সংগঠন পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) গুলশানে ভারতীয় দূতাবাসসংলগ্ন সড়কের নাম ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে এবং সেখানে নামফলকও স্থাপন করে।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ঘটে যায় হৃদয়বিদারক ফেলানী হত্যাকাণ্ড। ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে ১৫ বছরের কিশোরী ফেলানী বিএসএফের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার নিথর দেহ দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে কাঁটাতারে ঝুলে থাকার সেই নির্মম দৃশ্য দেশ–বিদেশে প্রবল আলোচনার জন্ম দেয়।
ঢাকার নতুন ‘ফেলানী এভিনিউ’ সেই স্মৃতি ও প্রতিবাদের এক স্থায়ী প্রতীক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।