বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

১৬ ডিসেম্বরের আগেই বিজয়: মাদারীপুর হানাদার মুক্ত হয় ১০ ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮

সংগৃহীত

যখন সারা দেশ ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়, তার ঠিক আগেই— ১৯৭১ সালের ১০ ডিসেম্বর— হানাদার মুক্ত হয়েছিল মাদারীপুর জেলা।

এই দিন মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটানা ৩৬ ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শত্রুমুক্ত হয় মাদারীপুর। বিজয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মুক্তিকামী মানুষ।

দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর নভেম্বরের শেষ দিকে শিবচর এবং ডিসেম্বরের শুরুতে রাজৈর ও কালকিনি মুক্ত হয়। মাদারীপুরের মূল ঘাঁটি এ আর হাওলাদার জুট মিলের ক্যাম্প থেকে হানাদাররা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিল খানের নেতৃত্বে সমাদ্দার ব্রিজের চতুর্দিকে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা।

তুমুল লড়াইয়ের পর ১০ ডিসেম্বর বিকেলে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এই যুদ্ধে ২০ জন পাক সেনা নিহত হয়, তবে মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুকেও সেদিন শহীদ হতে হয়।

১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস হলেও মাদারীপুরের জন্য ১০ ডিসেম্বর একটি বিশেষ আনন্দের দিন, যদিও এদিন অনেক মুক্তিযোদ্ধাকে হারানোর বেদনাও বহন করে। এই দিনকে ঘিরে প্রতি বছর জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি পালন করেন। (মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি) 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top