আসন্ন ত্রয়োদশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে সামনে রেখে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই ভবনের ভেতর ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগের দিনের তুলনায় আজ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ভাষণেই ঘোষণা করা হবে তফসিল, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের তারিখসহ মনোনয়নপত্র উত্তোলন, জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের পূর্ণ সূচি প্রকাশ করা হবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। ভবনের প্রধান ফটক ও আশপাশে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার রয়েছে। ভবনে প্রবেশ ও চলাচল সীমিত রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

তফসিলে প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য নির্দেশনা, গণভোটের প্রক্রিয়া—সবকিছু স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

দেশজুড়ে ভোটার ও রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণার অপেক্ষায় এখন টানটান উত্তেজনা ও আগ্রহ বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top