১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: প্রস্তুতি চূড়ান্ত, দেশে নির্বাচনী উত্তাপ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে সারাদেশে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী চূড়ান্ত করে প্রচারণা জোরদার করেছে। প্রার্থীদের গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অঙ্গীকারে ভোটারদের দ্বারে দ্বারে সরব উপস্থিতি দেখা যাচ্ছে। শহর থেকে গ্রাম—সব জায়গায় নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনের দিন নিরাপত্তা দিতে মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রেই নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন কমিশন বলছে, ভোটগ্রহণকে নির্বিঘ্ন করতে ইভিএম, ব্যালট পেপার, প্রয়োজনীয় সরঞ্জাম ও মানবসম্পদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে উদাত্ত আহ্বান জানিয়েছে কমিশন।
১২ ফেব্রুয়ারির এ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন জাতীয় সংসদ। তাই ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।