পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩

সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন।

সাহাবুদ্দিন জানান, সংবিধানের বাধ্যবাধকতার কারণে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। তিনি মনে করেন, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তার পদে থাকা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, গত সাত মাসে অন্তর্বর্তী সরকারপ্রধান তার সঙ্গে দেখা করেননি এবং সেপ্টেম্বরে দেশের বিভিন্ন দূতাবাস ও মিশন থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top