শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

বুদ্ধিজীবী হত্যার স্মরণে প্রস্তুতিতে, রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

সংগৃহীত

প্রতিবছর ১৪ ডিসেম্বর বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর মেধাবীদের হত্যাকাণ্ড, যা জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে করা হয়েছিল। এ বছরও দেশের বিভিন্ন বধ্যভূমিতে প্রস্তুতি চলছে।

রায়েরবাজার বধ্যভূমিতে ধোয়া-মোছার কাজ চলছে। এখানে ২৫টি ক্যামেরা বসানোর কাজ চলছে, যেখানে আগে ৫০টি সিসি ক্যামেরা দেওয়া ছিল। মিরপুর বধ্যভূমির অবস্থাও কিছুটা ভালো এবং সেখানে ধোয়া-মোছার কাজ চলছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৯ ডিসেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল ৭টা ৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে আটটা থেকে সাধারণ মানুষও তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে পারবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top