দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯
চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শহীদ বুদ্ধিজীবী দিবসে গণমাধ্যমে কথা বলার সময় তিনি বলেন, “দেশকে মেধাহীন করার ঘৃণ্য ষড়যন্ত্র করে পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় দোসররা। একাত্তরে হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, এবারও জুলাইয়ের পরাজিত শক্তি একইভাবে হাদিকে হত্যা করে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। অনেককে হিট লিস্টে রাখা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে।”
ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার:
র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় শ্রমিক। বর্তমানে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। হামলার সঙ্গে তার সরাসরি জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি বর্তমানে এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।