সুদানে শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করলেন বাংলাদেশ সেনাবাহিনী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সৈন্যদের ওপর হামলায় ৬ জন শহীদ এবং ৮ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় শহীদ হন:
১. কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
২. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪. সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
আহতদের তৎক্ষণাৎ চিকিৎসা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।