বিদেশে নেওয়া হবে হাদিকে? সিটি স্ক্যান রিপোর্টে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
সন্ত্রাসীর গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। আজ সকালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। আর সেই স্ক্যান রিপোর্টে পাওয়া গেছে এক মারাত্মক তথ্য।
তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা ডাক্তার আব্দুল আহাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সিটি স্ক্যানে দেখা গেছে, গুলির কারণে তাঁর মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়েছে। ডাক্তার আরও জানান, তাকে এক্সপার্ট হাতে, খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
সবচেয়ে ভয়াবহ দিক হলো—গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই তা বেরিয়ে যায়। অস্ত্রোপচারের পরেও গুলির কিছু স্প্রিন্টার এখনো মস্তিষ্কে থেকে গেছে।
মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ও রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এই অবস্থায় পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে বিদেশে তাঁর চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের পরই পরিবার বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।