নির্বাচনের আগে সব দলকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬
জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বড় ঘোষণা দিল সরকার। পুলিশের পক্ষ থেকে এবার সব রাজনৈতিক দলকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই প্রটোকলে নেতা-কর্মী, সম্ভাব্য প্রার্থী এবং তাদের বাসস্থান ও জনসভার নিরাপত্তা নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা থাকবে।
সম্প্রতি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পরই এই বাড়তি উদ্যোগ নেওয়া হলো। প্রেস উইং জানিয়েছে, হাদি হামলার সঙ্গে জড়িত প্রধান হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ শনাক্ত করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা চলছে।
প্রধান সন্দেহভাজন যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সব ইমিগ্রেশন চেকপোস্টে ছবি সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। তবে সন্দেহভাজন ব্যক্তি বারবার স্থান পরিবর্তন করায় এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাভেল হিস্ট্রিতে দেখা গেছে, এই হামলাকারী আইটি ব্যবসায়ী পরিচয়ে একাধিক দেশ ভ্রমণ করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।