৭১ বিরোধী শক্তিই কি গড়বে নতুন বাংলাদেশ? ফখরুলের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫

সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন সেই শক্তিকে নিয়ে, যারা একাত্তরে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। ফখরুল বলেন, সেই শক্তি আজ রূপ পাল্টে এমন ভাব দেখাচ্ছে যেন তারাই নতুন বাংলাদেশ গড়তে পারবে!

বিএনপি মহাসচিবের মতে, আসন্ন নির্বাচন ঘিরে দুটি শক্তি স্পষ্ট। একটি হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, অন্যটি হলো সেই পশ্চাৎপদ শক্তি। তিনি বলেন, যারা আমাদের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।

বাংলাদেশের মানুষ কী বেছে নেবে? স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র—নাকি অতীতের সেই পশ্চাৎপদ শক্তিকে? ফখরুল দৃঢ়ভাবে বলেন, কোনো ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করার পর, আমরা নতুন কোনো ফ্যাসিস্টকে বা দেশকে পেছনে নিয়ে যেতে চায় এমন শক্তিকে ক্ষমতায় আসতে দেবো না।

বক্তব্যের শেষে তিনি দেন এক বড় ঘোষণা। আশার আলো দেখিয়ে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর নেতা তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। ফখরুল আহ্বান জানান, সেদিন যেন তাঁকে এমন সংবর্ধনা দেওয়া হয়, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top