ওসমান হাদি হত্যাচেষ্টা: নাহিদ ইসলাম যা বললেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সদ্য সমাপ্ত জুলাই গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই দেশে 'টার্গেট কিলিং' শুরু হয়েছে!

সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন ও সরকারের ভেতরের-বাইরের সবাইকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে। এখন প্রয়োজন জাতীয় ঐক্য বজায় রাখা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top