তারেক রহমানের কড়া নির্দেশ: আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে আসবেন না
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭
অবশেষে সব জল্পনার অবসান! দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫শে ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই ফেরার আনন্দ যেন বিষাদে না নামে, সেজন্য নেতা-কর্মীদের প্রতি এক আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন তিনি।
তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না। তিনি সতর্ক করেন যে, সেখানে হট্টগোল হলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হতে পারে।
প্রবাসীদের সাথে দীর্ঘ ১৮ বছরের স্মৃতিচারণ করে তিনি বলেন, যারা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের ও দেশের সম্মান বড় মনে করেন, তারা সেদিন এয়ারপোর্টে ভিড় করবেন না। নেতার এই নির্দেশ অমান্য করে যারা যাবেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তারেক রহমান নিজেই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।