স্থানীয় সরকার উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনি বরাদ্দ নিয়ে তোলপাড়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২০
সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র বিরুদ্ধে বড় ধরনের নির্বাচনি বিশেষ বরাদ্দ অনুমোদন করার অভিযোগ উঠেছে। নির্বাচন সামনে রেখে তিনি এসব বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদ আরও কিছু প্রস্তাব আগাম অনুমোদন করে গেছেন, যা তৃতীয় কিস্তি হিসেবে ২০২৬ সালের জানুয়ারি মাসে বরাদ্দ হওয়ার কথা ছিল। সংশ্লিষ্টরা বলছেন, এসব জিও জারি হলে নির্বাচন প্রভাবিত হতে পারে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে না।
উপদেষ্টা পদত্যাগ করলেও তার পিএস ও ঘনিষ্টজনেরা এখনও মন্ত্রণালয়ে বহাল তবিয়তে রয়েছেন। তারা জিও জারিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের সরানো না হলে সরকারি বরাদ্দের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে না।
সরকারি তথ্য অনুযায়ী, সারাদেশে ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও ৩২৮ ইউনিয়ন পরিষদকে টার্গেট করে নির্বাচনি বিশেষ বরাদ্দের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শুধু খুলনায়ই ৩১০টি বরাদ্দ প্রস্তাব অনুমোদন পেয়েছে। এসব বরাদ্দের মধ্যে বেশিরভাগই নগদ এবং নির্বাচনের আগে পছন্দের প্রার্থীর কর্মীদের কাছে পৌঁছে যাবে।
প্রকল্প বিবরণে দেখা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার কয়েকটি মসজিদ সংস্কার/উন্নয়ন এবং ফুলতলা উপজেলার কয়েকটি পূজা মন্দির সংস্কার/উন্নয়ন প্রকল্পের মধ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি উপজেলা নিয়ে গঠিত নির্বাচনি আসনটি হচ্ছে খুলনা-৫, যেখানে বিশেষ বরাদ্দের মাধ্যমে নির্বাচনে সুবিধা আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস-কে ফোন করলে কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের শ্রম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।