ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বড় সাফল্য পেয়েছে র্যাব-১৪। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে ১৯ বছর বয়সী লিমন ও তারেকসহ আলমগীর এবং মিরাজ হোসেনের মতো ব্যক্তিরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সাতজনই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কয়েক দিন আগে ঘটা এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।
বর্তমানে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অধিকতর তদন্তের জন্য পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অপরাধী যেই হোক, আইনের আওতায় আসুক—এমনটাই দাবি সাধারণ মানুষের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।