মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

যে ২৫টি সিনেমা ২০২৫-এ বিশ্ব কাঁপাচ্ছে!

হ্যামনেট থেকে সিনার্স: ২০২৫ সালের সেরা ২৫ সিনেমার খোঁজ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

সংগৃহীত

২০২৫ সাল সিনেমার জন্য এক অবিশ্বাস্য বছর হতে যাচ্ছে! বিবিসির বিখ্যাত সমালোচক কেরিন জেমস আর নিকোলাস বারবার এই বছরের সেরা ২৫টি সিনেমার একটি তালিকা দিয়েছেন। অ্যাকশন, ড্রামা আর রোমাঞ্চে ভরা এই লিস্টে আপনার প্রিয় মুভিটি আছে তো?

তালিকায় শুরুতেই আছে ক্লোয়ি ঝাও-এর ‘হ্যামনেট’— শেক্‌সপিয়ারের শোকাতুর জীবনের এক মর্মস্পর্শী গল্প। আবার ডিক্যাপ্রিও-র ভক্তদের জন্য আছে রাজনৈতিক ডার্ক কমেডি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। যদি গাজার সেই ৫ বছর বয়সী শিশু হিন্দ রজবের কথা মনে পড়ে, তবে কাওথার বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে। থ্রিলার প্রেমীদের জন্য পার্ক চান-উকের ‘নো আদার চয়েস’ কিংবা ড্যানিয়েল ক্রেইগের ‘ওয়েক আপ ডেড ম্যান’ কিন্তু মিস করা যাবে না!

এই তালিকায় যেমন আছে বড় বাজেটের ‘সিনার্স’, তেমনি আছে ইরানি নির্মাতা জাফর পানাহির সাহসের গল্প ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’। প্রতিটি সিনেমাই যেন এক একটি নতুন পৃথিবী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top