শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা এবং নতুন প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ধরনের উসকানিমূলক পোস্ট, গুজব ছড়ানো বা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা কঠোরভাবে নিষিদ্ধ।
মাউশি জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমের কার্যক্রম নিয়মিত নজরদারি করা হবে। নির্দেশিকা ও অধ্যাদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তাদের প্রতিষ্ঠানের কেউ সাইবার অপরাধ বা আচরণবিধি লঙ্ঘনের কাজে জড়িয়ে না পড়েন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখানো হবে না এবং সরকারের জিরো টলারেন্স নীতি অনুসারে সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।