বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

১৭ বছরের প্রতীক্ষা: গুলশানের ১৯৬ নম্বর বাড়ির ঠিকানায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

সংগৃহীত

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও, আজ এই বাড়ির চারপাশ ঘিরে এক অন্যরকম নিস্তব্ধতা আর টানটান উত্তেজনা। কারণ, দীর্ঘ ১৭ বছর পর এই ঠিকানায় ফিরছেন তারেক রহমান।

এই ১৯৬ নম্বর বাড়িটি কেবল একটি কাঠামো নয়, এটি জিয়া পরিবারের ইতিহাসের অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এটি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। বহু লড়াই আর রাজনৈতিক উত্থান-পতনের নীরব সাক্ষী এই দেয়ালগুলো।

লন্ডন থেকে স্ত্রী ও কন্যাসহ আজই ঢাকায় অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা, এরপর এভারকেয়ার হাসপাতালে মাকে দেখা—সব আনুষ্ঠানিকতা শেষে তার গন্তব্য হবে গুলশানের এই নবসজ্জিত বাড়িটি।

বুধবার রাত থেকেই বাড়িটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেয়ালে নতুন রঙ, সংস্কার কাজ শেষ। বসানো হয়েছে অস্থায়ী ছাউনি আর সিসিটিভি ক্যামেরা। পুলিশের পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা দলও এখানে কঠোর পাহারা দিচ্ছে। সড়কের দুই পাশে শোভা পাচ্ছে স্বাগত জানানো ব্যানার-ফেস্টুন। খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ঠিক পাশেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায় বলে মনে করছেন নেতারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top