শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আজ কবি জসীম উদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২০:১২

আজ কবি জসীম উদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী

আজ ১৪ মার্চ একুশে পদকপ্রাপ্ত পল্লীকবি জসীম উদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে মাত্র ৭৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

সে দিনই তাকে ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় কবির প্রিয় ডালিম গাছের নিচে সমাহিত করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শহরের গোবিন্দপুর এলাকার কবির পৈত্রিক বাড়ির আঙিনায় ডালিম গাছের নিচে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top