আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০০:২৩

সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮০ কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

‎‎দুদকের তথ্য অনুযায়ী, আবুল হাসানাত আব্দুল্লাহ অবৈধভাবে মোট ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

‎এই লেনদেনগুলো মানিলন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে দুদক মনে করছে। তদন্তে জানা গেছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে।

‎এই অভিযোগে আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎দুদক জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top