জাতীয় নাগরিক পার্টি ‘শাপলা’ প্রতীকের জন্য ইসির সঙ্গে টানাপোড়েন, রাজপথের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও এখনো নির্বাচনী প্রতীকের বিষয়ে ইসির সঙ্গে দ্বন্দ্ব চলছেই। দলটি তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাওয়ার দাবিতে অনড়।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনী বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নয়, তাই সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। ইসি বরং অন্য কোনো প্রতীক নির্বাচন করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

তবে এনসিপি নেতারা এই অবস্থানে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন যতক্ষণ না তারা শাপলা পাচ্ছেন। যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, “কোনো যুক্তিসংগত কারণ ছাড়া শাপলা না দেওয়া হলে বর্তমান ইসি পুনর্গঠনের দাবিতে আমরা রাজপথে যাব।” দলটি ইতিমধ্যেই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ না করারও ঘোষণা দিতে পারে।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম চিঠি মাধ্যমে জানিয়েছেন, শাপলা জাতীয় প্রতীকের চারটি উপাদানের মধ্যে একটি। দলটি দাবি করছে, আইনি বা সাংবিধানিক কোনো বাধা নেই। সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা অন্তর্ভুক্ত করা হোক, এরপর কোনো একটি প্রতীক এনসিপিকে দেওয়া হোক।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “শাপলা প্রতীক না দেওয়ার কোনো কারণ নেই। আইনগত বাধা না থাকায় আমরা শাপলা প্রতীকের অধিকার আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করব।”

এনসিপি নেতারা স্পষ্টভাবে বলছেন, শাপলা প্রতীক ছাড়া ইসি গেজেট প্রকাশ করলে সেটিকে স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবে গণ্য করা হবে এবং দলের কর্মসূচি রাজপথে চলবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top