বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

আওয়ামী লীগকে নির্বাচনে না দিলে কোটি মানুষ ভোট বয়কট করবে’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৮

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দলকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশের কোটি মানুষ ভোট বয়কট করবে।

রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তী সরকারের বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমেই। কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে—তারা ভোট দেবে না। যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান, তাহলে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না।”

১৫ বছরেরও বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি প্রথমবারের মতো রয়টার্স, এএফপি, ইনডিপেনডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দাবির মুখে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

এরপর আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন, ফলে দলের নির্বাচনে অংশ নেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়।

অক্টোবরের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে সরকার একটি নতুন বিধান যুক্ত করে—যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ নির্বাচন করতে বা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই সংশোধনের ফলে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগও বন্ধ হয়ে যায়।

তবুও আশাবাদী শেখ হাসিনা বলেন, “আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে ভোট দিতে বলছি না। এখনো আশা করছি, শেষ পর্যন্ত বিবেকের জয় হবে, আর আমাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top