বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ছাত্র-জনতাকে হত্যা ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা, থাকতে চান ভারতেই

স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জানিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যেই সরকারই গঠিত হোক না কেন, তিনি আর দেশে ফিরবেন না। বর্তমানে ভারতে আশ্রিত শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্সভিত্তিক এএফপিকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনের পর দেশে ফেরার প্রশ্নই আসে না। ভবিষ্যতে সরকারে কিংবা বিরোধী দলে শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয়।”

জুলাই মাসে সংঘটিত গণহত্যায় শেখ হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলমান মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর নির্ধারিত হবে রায় ঘোষণার তারিখ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় বলেন, “তার বিরুদ্ধে আদালতে উপস্থাপিত প্রমাণ, জাতিসংঘ ও আলজাজিরার প্রতিবেদন—সবকিছু বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক মহল বিষয়টি দেখছে। গণহত্যা ও গুম-খুনের তথ্য কোনোভাবেই এড়ানো যাবে না।”

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারত শেখ হাসিনার জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার নানা উদ্যোগে যুক্ত রয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে।
ভারতে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার অনুমতি, রাজনৈতিক সেমিনারের সুযোগ এবং দলীয় নেতাকর্মীদের নিরাপদ আশ্রয় দেওয়ার ঘটনাও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট–এ প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে যে সহিংসতা ঘটেছে তার জন্য তিনি দায়ী নন এবং এ বিষয়ে ক্ষমা চাওয়ারও প্রশ্ন আসে না। তার ভাষায়, “আমার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা লজ্জাজনক।”

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন “আওয়ামী লীগকে বেআইনিভাবে বাদ দেওয়ার মাধ্যমে” অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সরকারকে তিনি “অনির্বাচিত ও অবৈধ” হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্যমতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। শেখ হাসিনা নিহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায্যই নয়, আত্মঘাতীও। কোটি কোটি মানুষকে ভোটের বাইরে রেখে কোনো রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকতে পারে না।”

তিনি আরও দাবি করেন, তার দল নির্বাচনে অংশ নিতে না পারলে দেশের গণতান্ত্রিক ধারাই বিপন্ন হবে এবং কোটি কোটি সমর্থক আসন্ন নির্বাচন বয়কট করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top