শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

শেখ হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন, তাকে ফেরত দিন: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৬:৫১

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। তিনি ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে অনুরোধ করব— হাসিনাকে ফেরত দিন। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা উচিত নয়। আমরা এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছি, কিন্তু রাস্তায় নামিনি। প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। কিছু দল আন্দোলন করে সব দায় অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়।

তিনি অভিযোগ করে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি কখনোই সম্ভব নয়, কারণ একাত্তরেই এই জাতির জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, জাতি সেটা ভোলেনি।

বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ঘোষিত ৩১ দফায় সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই প্রকৃত অর্থে সংস্কারের পক্ষে।

তিনি বলেন, পিআর (Proportional Representation) ব্যবস্থা হবে কি না, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না— এমন কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও আমরা রাজি হয়েছি। এখন তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে চায়। প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কারা সেই হামলা করতে পারে, তা স্পষ্ট করা উচিত ছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top