রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে: বিএনপির প্রার্থী তালিকা ঘিরে তৃণমূলে ক্ষোভ–অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্যে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩২

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা ঘিরে দলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। প্রকাশ্যে এসেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব; তৃণমূলে বিস্ফোরিত হয়েছে ক্ষোভ। কোথাও মনোনয়নবঞ্চিত নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন, কোথাও তাদের সমর্থকেরা সড়ক–রেল অবরোধ, সংঘর্ষ ও অগ্নিসংযোগে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন।

গত ৩ নভেম্বর বিএনপি গুলশান কার্যালয় থেকে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তীব্র প্রতিক্রিয়ার মুখে একটি আসনের প্রার্থিতা স্থগিতও করে দল। এরপর থেকেই ফরিদপুর, চট্টগ্রাম, জয়পুরহাট, মাদারীপুরসহ বেশ কিছু জেলায় শুরু হয় বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটি প্রাথমিক তালিকা—ঘোষণার সময়ই তা বলা হয়েছে। কোথাও বড় সমস্যা দেখা দিলে দল অবশ্যই বিবেচনা করবে।’

দলীয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের অবস্থান যাচাই করে বেশ কিছু ‘সমস্যাগ্রস্ত’ আসনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা চলছে।

৭ নভেম্বর বোয়ালমারীতে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থকদের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রতিপক্ষের কার্যালয়ে আগুন দেয়া হয়, ঘণ্টাব্যাপী চলে ভাঙচুর। ফায়ার সার্ভিস বাধার মুখে ফিরে আসে।

৬ নভেম্বর আক্কেলপুরে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও মনোনীত প্রার্থী আব্দুল বারীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ায় দুইজন আহত হন।

  • নওগাঁ-৪ (মান্দা): এম এ মতিনপন্থীরা সড়ক অবরোধ করে প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর মনোনয়ন বাতিলের দাবি তোলেন।

  • নাটোর-১: তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা রেল অবরোধ করে ফারজানা শারমিন পুতুলকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

মনোনয়ন স্থগিত থাকা সত্ত্বেও সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থকরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লাও প্রার্থী ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

  • চাঁদপুর-৪: এম এ হান্নানের সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • সাতক্ষীরা-৩: জনপ্রিয় চিকিৎসক ডা. শহিদুল আলমের সমর্থকদের মহাসড়ক অবরোধ

  • কুমিল্লা-১০: মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থকদের রেল অবরোধ ও অগ্নিসংযোগ

  • কুমিল্লা-৯: সামিরা আজিম দোলার গণসংযোগে হামলায় আহত ২০ পরে আপস

  • কুমিল্লা-৬: হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে প্রার্থী না দেয়ায় ১০ দিন ধরে লাগাতার কর্মসূচি

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম): লায়ন আসলাম চৌধুরীর সমর্থকদের পাঁচ স্থানে মহাসড়ক অবরোধ

  • ব্রাহ্মণবাড়িয়া-৪: ৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে প্রার্থী করায় তীব্র সমালোচনা

  • ব্রাহ্মণবাড়িয়া-৫: আবদুল মান্নানের বিরুদ্ধে বিক্ষোভ–মানববন্ধন

মুন্সীগঞ্জ-২ এ সাবেক এমপি মিজানুর রহমান সিনহা ও আব্দুস সালাম আজাদপন্থীদের সংঘর্ষে অনেকে আহত হন।
ফেনী-২ এ আলাল উদ্দিন আলালের ‘রিভিউ আবেদন’ ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ড. শামছুল আলম বলেন এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি দেখে মনোনয়নপ্রত্যাশীরা মরিয়া। তবে শুধু মনোনয়ন পেলেই জেতা যাবে—এমন নয়। নির্বাচন হবে কঠিন। তফসিল পর্যন্ত সমস্যাগ্রস্ত আসনগুলো পুনর্বিবেচনা করাই দলের জন্য ভালো।’

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। একই দিনে চারটি প্রশ্নে গণভোটও হবে। নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top