চট্টগ্রামে পাথর ব্যবসায়ীকে হত্যার হুমকি, মূল আসামি রায়হান পলাতক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৩
চট্টগ্রামের মো. একরাম নামে একজন পাথর ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় একরামের কাছে বিদেশি নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়ায় ব্যবসায়ী শনিবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
একরাম জানান, হুমকিদাতা সন্ত্রাসী মোহাম্মদ রায়হান তাকে হত্যার প্রতিশ্রুতি দেয়। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় রায়হান লিখেছে, “অপেক্ষা কর, ওয়েট অ্যান্ড সি। তোকে গুলি করে মারবো না, ব্লেড দিয়ে কুচিয়ে কুচিয়ে মারবো। তর মামলার এক নম্বর আসামি আমি।”
একরাম জানান, গত ১৫ মার্চ তিনি ঢাকার একটি শপিংমলে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশে খবর দিয়েছিলেন। এরপর থেকে তার ওপর হুমকি দেওয়া হচ্ছে।
একরামের স্ত্রী রুমা আক্তার বলেন, “সন্ত্রাসীদের একের পর এক হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকি দেওয়ার পর পুলিশ বাসার সামনে পাহারা দেয়।”
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, “মহানগর ও জেলার কয়েকটি হত্যার ঘটনার তদন্তে রায়হানের নাম উঠে এসেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।”
পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে রায়হানকে আসামি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অন্যান্য মামলায়ও তার সংযোগ পাওয়া গেছে।
গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রাম মহানগর ও জেলায় একাধিক হত্যাকাণ্ডে রায়হানের বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়েছে, এর মধ্যে সাতটি হত্যা মামলা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।