রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

রাজস্থানে শুটিং চলাকালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিবেক ওবেরয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮

সংগৃহীত

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, রাজস্থানে শুটিং চলাকালেই কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েেছিলেন তিনি। ভাগ্যের জোর ও মুহূর্তের তৎপরতার কারণে অল্পের জন্য বেঁচে যান এই অভিনেতা। পুরোনো সেই অভিজ্ঞতা সামনে আসতেই বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে আলোড়ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ২০০২ সালে বিকানের থেকে জয়সালমের যাওয়ার পথে, গভীর রাতে ঘটে। শুটিং শেষে ইউনিটের গাড়িতে ফিরছিলেন বিবেক। সামনের রাস্তা ফাঁকা দেখে চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। বারবার নিষেধ করলেও চালক গতি কমাতে রাজি হননি।

বিবেক জানান, হঠাৎ বিকট শব্দে গাড়ি থেমে গেলে তিনি চোখ খুলে দেখেন—গাড়ির গায়ের ওপর ভেঙে পড়া একটি লোহার রড তার পাশ ঘেঁষে ভেতরে ঢুকে আছে। অদ্ভুতভাবে তার শরীরে কোথাও কোনো আঘাত লাগেনি।

তিনি বলেন, রডটি সামনে থাকা ইটবোঝাই গাড়ি থেকে বেরিয়ে এসেছিল।

“মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই রডটি আমার বুকে ঢুকে যেতে পারত।”

এই ঘটনার পর থেকে আর কখনো রাতে দূরপাল্লার ভ্রমণে রাজি হন না তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top