শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

শিবচর (মাদারীপুর)-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নাদিরা আক্তার। বুধবার কেন্দ্রীয় বিএনপি থেকে এ আসনের জন্য তার নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার পর নাদিরা আক্তার তার স্বামী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর কবর জিয়ারত করেন এবং পরে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সাংবাদিকদের কাছে তিনি জানান, “দলীয় মনোনয়ন দেয়ায় আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। যোগ্যতার বিচারে দল আমাকে ‘ধানের শীষ’ প্রতীক দিয়েছেন। আজ আমার আনন্দের দিন হলেও আমাদের চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ্য, তাই আমরা কোন আনন্দ উল্লাস করছি না। আগামীকাল আমরা তার সুস্থতার জন্য দোয়া আয়োজিত করেছি।”

তিনি আরও বলেন, “এ আসনে যারা মনোনয়ন প্রত্যাশি ছিলেন, আমরা সবাই দল যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে কাজ করবো। তাই আমি সকল নেতাকর্মীদের আহ্বান জানাই, বিভেদ ভুলে সবাই মিলে ‘ধানের শীষ’-এর পক্ষে কাজ করি।”

উল্লেখ্য, নাদিরা আক্তারের শশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তার ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী ও স্বামী মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীও এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবচরবাসীর কাছে ভোট প্রার্থনা করে নাদিরা আক্তার জানান, তিনি শিবচরের জনগণকে দেশের উন্নয়নের কাজে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top