চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশ থেকে পরিত্যক্ত ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন বিদেশি ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক লাগেজগুলো শনাক্ত করা হয়। পরে তল্লাশিতে বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, লাগেজগুলোর কোনো মালিক বা দাবিদার পাওয়া যায়নি। ফলে মালামালগুলো পরিত্যক্ত ঘোষণা করে জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
সূত্র জানায়, বিদেশি সিগারেট দেশে আনার বৈধ দুটি উপায় রয়েছে—সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে। সাধারণ আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর পরিশোধের বিধান থাকলেও বাস্তবে এ পথে সিগারেট আমদানি প্রায় নেই বললেই চলে। অন্যদিকে বন্ডেড ওয়্যারহাউসের শুল্কমুক্ত সুবিধায় স্বল্প পরিমাণে সিগারেট আনা হয়। তবে সম্প্রতি বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ‘ইজি’ ও ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট আনার প্রবণতা বেড়ে গেছে।
কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন, জব্দ করা সিগারেটগুলো অবৈধভাবে দেশে প্রবেশ করানোর উদ্দেশ্যেই আনা হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।