বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভাঙায় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৮:১২

সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলার বিএনপির বিভিন্ন পদে থাকা কয়েকজন নেতাসহ নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকার বিএনপি নেতারা দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সেনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, দলকে একজোট ও শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য এই ধরনের কঠোর ব্যবস্থা অপরিহার্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top