05/29/2023 বড় হবে ঢাকা শিশু হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
৯ মার্চ ২০২১ ১৭:৪৯
ঢাকা শিশু হাসপাতাল আরও বড় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠকের পর তিনি বলেন, শিশুদের চিকিৎসার মান আরও বাড়াতে কাজ করছে সরকার।
ঢাকা শিশু হাসপাতাল নিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, এ হাসপাতাল আরো বড় করা হবে, শিশু হাসপাতালের কার্যক্রম আরো ভালো হবে এবং সেখানে শুধু শিশুদের সেবাই দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যসেবা আরো ভালো হবে।
সুষ্ঠুভাবে দেশে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের এখন পর্যন্ত সমস্যা হয়নি। আমরা আশা করছি, যেসব ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, অপেক্ষায় আছে পেয়ে যাব বলেও জানান তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১