ঢাবিতে শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শহীদ ওসমান হাদির সংক্ষিপ্ত জীবন এবং তার আদর্শের প্রশংসা করে বলেন, হত্যাকাণ্ডটি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার চেষ্টা। উপাচার্য ন্যায়বিচারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দসহ ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।