মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

দলীয় অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪৩

সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ২১ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরসহ বিভিন্ন জেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ক্রীড়া-সংস্কৃতিক বিষয়ক নেতারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত নেতাদের দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top