মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীর বাবার মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪৫

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর বাবা আশরাফ আলী (৬১) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদরের এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার মেয়ে অনন্যাকে পরীক্ষা দিতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। মেয়েকে পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার পর বিশ্রামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ফার্স্ট এইড টিম তাকে প্রথমে ক্যাম্পাস মেডিকেল সেন্টারে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরে পঞ্চগড়ে পাঠানো হয়।

হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মেডিকেল ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top