মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সম্মেলনের সাড়ে চার মাস পর ঈশ্বরদী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জেলায়

ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫৮

সম্মেলনের সাড়ে চার মাস পর ঈশ্বরদী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জেলায়

সম্মেলন অনুষ্ঠানের সাড়ে চার মাস পর পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি জমা পড়েছে জেলা কমিটিতে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ প্রবীণ নেতা নুরুজ্জামান বিশ্বাস জেলা কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক এমপি পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এখনই তা অনুমোদন হচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

গোলাম ফারুক প্রিন্স বলেন, এখন আমাদের পাবনা জেলা কমিটি নিয়ে ব্যস্ততা আছে। তবে দলীয় সভায় নামগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে উপজেলা কমিটির নাম অনুমোদন দেওয়া হবে।

আগামী ২৯ ফেব্রুয়ারি সম্মেলনের পর ঈশ্বরদী উপজেলা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গত বছর ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলদের গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সভাপতি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বিজয়ী হন। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) এস এম কামাল হোসেন সম্মেলন শেষে রাতেই উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত ওই দু'জনের নাম ঘোষণা করেন। কমিটির বাকি সদস্যদের নাম দ্রুত ঘোষণা করার কথা থাকলেও করোনা সংকটসহ নানা কারণে তা করা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রগুলো দাবি করেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top