মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লঘুচাপ ঘনীভূত হয়ে সৃষ্টি হচ্ছে ‘মোখা’

শাকিল খান | প্রকাশিত: ৯ মে ২০২৩, ১৯:১৭

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই ঘূর্ণিঝড়‌ ‘মোখা’ রূপ নিতে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৯ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

জেলা আবহাওয়া অফিস জানান, আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও উপকূলে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সোমবার (৮ মে) মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ‘ঘূর্ণিঝড় মোখা’র বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। গরমের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top